যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড’র অর্থায়নে আধুনিক নৌযান তিনটি নির্মাণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ মার্চ) বিকেল ৩টায় খুলনার ফরেস্ট ঘাটে এক অনুষ্ঠানের মাধ্যমে নৌযান তিনটি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বন সংরক্ষক এবং ইউএসএইড’র বাঘ সংরক্ষণ প্রকল্প’র প্রকল্প পরিচালক আমির হোসেন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ইউএসএইড বাংলাদেশ’র অফিস অব ইকোনমিক গ্রোথ’র অ্যাক্টিং অফিস ডিরেক্টর, এনভায়রনমেন্ট অ্যান্ড গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ টিম লিডার মি. নাথান সেজ এবং ওয়াইল্ড টিমের প্রধান নির্বাহী ড. মো. আনোয়ারুল ইসলাম, কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. আলী চৌধুরী।
অনুষ্ঠানে জানানো হয়, ইউএসএইড এবং বাংলাদেশ সরকারের বন বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত ইউএসএইড’র বাঘ সংরক্ষণ প্রকল্প। এ প্রকল্পের লক্ষ্য হলো মহাবিপন্ন বাঘ সংরক্ষণ এবং এর আবাসস্থল সুন্দরবনের জীববৈচিত্র্যের সুরক্ষা নিশ্চিত করা।
চার বছর মেয়াদী এ প্রকল্প বাস্তবায়নে মূল সংস্থা হিসেবে কাজ করছে বাংলাদেশের জীববৈচিত্র্য সুরক্ষায় ২০০৩ সাল থেকে কর্মরত বেসরকারি সংস্থা ওয়াইল্ড টিম। নতুন এ তিনটি নৌযান বন বিভাগের বহরে যুক্ত করার উদ্দেশ্য হলো বন বিভাগের টহল এবং বন্যপ্রাণী অপরাধ দমন কার্যক্রমকে আরও শক্তিশালী করা।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
এমআরএম/জেডএস