ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কাহারোলে বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
কাহারোলে বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলার ভেণ্ডাবাড়ি এলাকায় একটি ইটভাটায় কাজ করতে গিয়ে বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে রঞ্জিত (৩৫) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে এ দুর্ঘটনা ঘটে।

রঞ্জিত নীলফামারীর ডোমার উপজেলার পরমা গ্রামের মৃত ঘজেন্দ্র নাথ রায়ের ছেলে।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী বাংলানিউজকে জানান, সকালে ভেণ্ডাবাড়ি এলাকায় একটি ইটভাটায় বৈদ্যুতিক সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রঞ্জিত। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দিমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।