বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে এ দুর্ঘটনা ঘটে।
রঞ্জিত নীলফামারীর ডোমার উপজেলার পরমা গ্রামের মৃত ঘজেন্দ্র নাথ রায়ের ছেলে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী বাংলানিউজকে জানান, সকালে ভেণ্ডাবাড়ি এলাকায় একটি ইটভাটায় বৈদ্যুতিক সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রঞ্জিত। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দিমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
আরবি/