বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। হোসেন বাগমারা উপজেলার সাঁইপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, সকাল ১০টার দিকে হোসেন মোটরসাইকেল যোগে উপজেলার একডালা গ্রামে যাচ্ছিলেন। চিকাবাড়ী বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে অপমৃত্যুর মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসএস/আরআর/টিআই