বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা এ স্মারকলিপি জমা দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় বড়মা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দুলাল কৃষ্ণ রায় বিদ্যালয়ে আসার পথে ইদ্রিস আলী, তানভীর আহাম্মদ ও গোলাম মোস্তফাসহ ৩/৪ জন তাকে রাস্তা থেকে তোলে নিয়ে বেদম-মারপিট করেন।
এ ঘটনায় পরদিন বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন ওই শিক্ষক।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, মামলা দায়েরের পর আসামিরা আদালত থেকে জামিনে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এমএএএম/ওএইচ/বিএস