বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুর ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
কিশোরীর বাবা মজিবুর রহমান বাংলানিউজকে জানান, তারা কামরাঙ্গীচর কলেজ রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন।
তিনি বলেন, বৃহস্পতিবার মেয়ে লামিয়া তার মা রিনা আক্তারের সঙ্গে বাহিরে বেড়াতে যাওয়ার সময় গায়ে পাতলা জামা পরে। এসময় মা জামা পরিবর্তন করতে লামিয়াকে গালাগাল করেন। এরপর সে অভিমান করে ঘরে থাকা ছারপোকা মারার ওষুধ খেয়ে ফেলে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মেডিকেল পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এজেডএস/এসআরএস/বিএস