ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

‘টোকাই হবো’ স্লোগানে পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
‘টোকাই হবো’ স্লোগানে পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা ‘টোকাই হবো’ স্লোগানে পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা-ছবি আরিফ জাহান

বগুড়া: সবার হাতে গ্ল‍াভস। পরনে নির্ধারিত পোশাক। হাতে হাতে ময়লা-আর্বজনা রাখার বস্তা। ‘টোকাই হবো’ স্লোগান নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টা থেকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস-উল আলম।

পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্স (তীর) এ কর্মসূচির আয়োজন করে।

শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাসে এ অভিযান চালান। সংগঠনটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমানসহ প্রায় ২৫ জন পরিবেশকর্মী এতে অংশ নেন।  

সভাপতি মিজানুর বাংলানিউজকে বলেন, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে সচেতন হতে হবে।

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, তীরের উপদেষ্টা মোখলেসুর রহমান, জহিরুল ইসলাম, শাহাজাহান আলী, শফি মাহমুদ, মতিউর রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এমবিএইচ/আরআর/টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।