ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নকলে সহায়তা করায় শিক্ষক-ছাত্রকে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
নকলে সহায়তা করায় শিক্ষক-ছাত্রকে কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এসএসসি পরীক্ষায় নকলে সহায়তা করার দায়ে শহীদুল ইসলাম নামে এক শিক্ষক ও এক ছাত্রকে ভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফরিদ উদ্দিন এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, দুপুরে উপজেলার সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে হিসাব বিজ্ঞান পরীক্ষা চলছিল।

এসময় ভাইজোড়া জি কে মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রকে নকলে সহায়তা করেন একই বিদ্যালয়ের শিক্ষক শহীদুল। এসময় ইউএনও এসএম ফরিদ উদ্দিন ওই কেন্দ্র পরিদর্শনে গেলে তাদের হাতে-নাতে ধরে ফেলে।
 
তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিক্ষক শহীদুলকে এক মাস ও ছাত্রকে ১৫ দিনের বিনাশ্রম করাদণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।