ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় একাধিক ফেনসিডিল-চক্র সক্রিয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
উত্তরায় একাধিক ফেনসিডিল-চক্র  সক্রিয় জব্দ ফেনসিডিল ও আটক দুই বিক্রেতা

ঢাকা: রাজধানীর উত্তরায় ফেনসিডিল তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত বেশ কয়েকটি চক্র সক্রিয় রয়েছে ।বলে জানিয়েছে র‌্যাব। 

বৃহস্পতিবার (০২ মার্চ) বিকেলে উত্তরার ৠাব-১ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  লে. কমান্ডার কাজী মোহাম্মদ শোয়াইব এ তথ্য জানান।  

কাজী  শোয়াইব বলেন, 'রাজধানীর উত্তরায় ফেনসিডিল তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত বেশ কয়েকটি চক্র সক্রিয়।

এরই মধ্যে অভিযানে আমরা দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এর সঙ্গে জড়িত বাকিদের  ধরতে অভিযান অব্যাহত  রয়েছে। ' 

তিনি জানান, এ ফেনসিডিল বিক্রেতারা প্রথমে ফেনসিডিলের পুরনো বোতল সংগ্রহ করে। ভেজাল ফেনসিডিল তৈরি করার পর এরা এসব বোতলে অব্যবহৃত সিলযুক্ত ছিপি লাগিয়ে উত্তরার বিভিন্ন স্থানে বিক্রি করে।  

মূল টার্গেট মাদকসেবীরা হলেও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছেও ফেনসিডিল সজহলভ্য করতে চায় এরা।  

লে. কমান্ডার কাজী মোহাম্মদ শোয়াইব আরও জানান, এ ফেনসিডিল ব্যবসায়ীদের বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ৠাবের কাছে। এসব তথ্যের ভিত্তিতে এদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৬ নং সেক্টরের ১০ নং রোডের ৪১ নম্বর বাড়ির নিচতলায় অভিযান চালিয়ে আনোয়ার (৩০) ও শরিফুল (২৫) নামে দু’জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭/ আপডেট ২০০৮ ঘণ্টা
আরএটি/জেডএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।