বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ মুক্তার বাবা মিস্টারসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে মুক্তা বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এর একদিন পর বৃহস্পতিবার দুপুরে নাসির নামে ওই গ্রামের এক ব্যক্তির বাড়ির সেপটিক ট্যাংকে শিশুটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মুক্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, নিহত শিশুর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ওই সেপটিক ট্যাংকে ফেলে যায় দুর্বৃত্তরা।
তিনি আরো জানান, এ ঘটনায় নিহত শিশুটির বাবা মিস্টার ও প্রতেবেশী নাসির উদ্দীনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসআই