ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পাচার হওয়া বাংলাদেশি ১২ নারীকে বেনাপোলে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
পাচার হওয়া বাংলাদেশি ১২ নারীকে বেনাপোলে হস্তান্তর পাচার হওয়া বাংলাদেশি ১২ নারীকে বেনাপোলে হস্তান্তর-ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): ভারতে পাচার হওয়া বাংলাদেশি ১২ নারীকে উদ্ধারের তিন বছর পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (০২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দু'দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাদের ফেরত দেওয়া হয়।  

রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদের পুলিশের কাছ থেকে নিজেদের জিম্মায় নিয়েছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

ফেরত আসা নারীরা হলেন- রাজবাড়ির সাথি খান (২২), শ্রীপুরের সনিয়া (২১), ঢাকার সীমা আক্তার (২৩), রুপা (২৫), সাভারের নারগিস শখ (২৩), খুলনার মুন্নি আক্তার পাখি (২৪), যশোরের লিমি (২২), ফুলবানু (২০), নিপা (২১), নড়াইলের আদুরী (২৩), সিরাজগঞ্জের কল্পনা আনিসা (২০) ও ময়মনসিংহের শেফালি (২১)।

রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান বাংলানিউজকে জানান, তিন বছর আগে ওই ১২ নারী দালালের খপ্পরে পড়ে ভারতে পাচারের শিকার হন। পরে অনুপ্রবেশের অভিযোগে ভারতের বিভিন্ন শহর থেকে পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতীয় একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের জিম্মায় রাখে। পরে নাম-ঠিকানা সংগ্রহ করে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পরমিটে তাদের ফেরত পাঠায়।

ফেরত আসা নারীরা যদি পাচারকারীকে শনাক্ত করে মামলা করতে চায় তাহলে আইনি সহয়তা করা হবে বলেও জানান তিনি।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের উপ পরিদর্শক (এসআই) ফজলুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময় ১৭৪১ ঘন্টা, ০২ মার্চ ২০১৭
এজেডএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।