বৃহস্পতিবার (০২ মার্চ) বিকেল ৪টার দিকে গুলিস্তানের ফুলবাড়িয়া বিআরটিসি বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পথচারী ইসমাইল জানান, ফুলবাড়িয়া এলাকায় রাস্তা পারাপারের সময় ওই পথচারীকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত ব্যক্তির পকেটে কিছু টাকা ও কাগজপত্র পাওয়া গেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এজেডএস/আরআর/বিএস