ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় পথচারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
রাজধানীতে বাসের ধাক্কায় পথচারী নিহত

ঢাকা: রাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় এক পথচারী (৫০) নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। 

বৃহস্পতিবার (০২ মার্চ) বিকেল ৪টার দিকে গুলিস্তানের ফুলবাড়িয়া বিআরটিসি বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পথচারী ইসমাইল জানান, ফুলবাড়িয়া এলাকায়  রাস্তা পারাপারের সময় ওই পথচারীকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস।

এতে তিনি গুরুতর আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত ব্যক্তির পকেটে কিছু টাকা ও কাগজপত্র পাওয়া গেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এজেডএস/আরআর/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।