বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-অটোরিকশা চালক সাইফুল ইসলাম (৪০) ও মৌলভীবাজারের কনকপুর গ্রামের রিছাত মিয়া।
আহতরা হলেন-মোস্তফা মিয়া (৩৫), তান্নি জাহান মিম (২১) ও রেশমা খানম (২৮)। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মৌলভীবাজার থেকে আসা যাত্রীবাহী একটি মিনিবাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক সাইফুল ও যাত্রী রিছাতের মৃত্যু হয়।
আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুইজনের অবস্থার অবনতি হলে তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৭
আরএ