ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নলছিটিতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
নলছিটিতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ঝালকাঠি: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা এবং ৩৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নলছিটির আমিরাবাদ এলাকায় পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় মেসার্স জাহাঙ্গীর স্টোরের প্রোপাইটর মো. জাহাঙ্গীরকে ১ হাজার টাকা, মেসার্স ফেরদৌস স্টোরের প্রোপাইটর মো. ফেরদৌসকে ২ হাজার টাকা, মেসার্স ইউনুস স্টোরের প্রোপাইটর মো. ইউনুসকে ১ হাজার ৫ শ’ টাকা, মেসার্স মিরাজ স্টোরের প্রোপাইটর আবদুস সাত্তারকে ৫শ’ টাকা, মেসার্স বাবুল স্টোরের প্রোপাইটর বাবুলকে ২ হাজার টাকা, মেসার্স হাসান স্টোরের প্রোপাইটর মো. হাসানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এএইচএম রাশেদ জানান, নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তারের নেতৃত্বে অভিযানে ওই ৬টি প্রতিষ্ঠানে মোট ১০ হাজার টাকা জরিমানা ও ৩৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বেগম আনজুমান নেছা ও পুলিশ প্রশাসন সহায়তা করে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।