ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ফেনসিডিলসহ আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
বাগেরহাটে ফেনসিডিলসহ আটক ১

বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার মাজার মোড় থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ শওকাত আলী শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে তাকে আটক করা হয়।

আটক শওকাত আলীর বাড়ি জেলার কচুয়া উপজেলার ছোট চরকাঠি গ্রামে।

বাগেরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল মাজার মোড় থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ শওকাত আলীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শওকাত মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।