বৃহস্পতিবার (০২ মার্চ) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী জানান, রোগীদের বিদেশ প্রবণতা কমাতে উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি সংযোজন হয়েছে।
রোগীদের আস্থা ফেরাতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী।
এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালের চেয়ে প্রাইভেট হাসপাতাল/ক্লিনিকে তুলনামূলকভাবে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের হার অনেক বেশি। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে-২০১১ অনুযায়ী সিজারিয়ানের হার ছিল ১৫ ভাগ। তবে ২০১৪ সালের সার্ভে অনুসারে সিজারিয়ানের হার ২৩ ভাগে উন্নীত হয়েছে। সরকারি হাসপাতালে প্রসবসেবা বাড়ানোর মাধ্যমে প্রাইভেট হাসপাতাল/ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের হার কমানোর লক্ষ্যে সরকার কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসএম/আইএ