ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে দরিদ্রদের মধ্যে ভ্যান, রিকশা ও সেলাই মেশিন বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
বাগেরহাটে দরিদ্রদের মধ্যে ভ্যান, রিকশা ও সেলাই মেশিন বিতরণ বাগেরহাটে দরিদ্রদের মধ্যে ভ্যান, রিকশা ও সেলাই মেশিন বিতরণ-ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মধ্যে ভ্যান, রিকশা ও সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে এ উপলক্ষে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান থেকে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে পাঁচ প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং অসহায় দুস্থদের মধ্যে ৩৩টি ভ্যান, ৩৪টি রিকশা ও ২০টি সেলাই মেশিন দেওয়া হয়।

বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য কাজী জাহিদ সরোয়ার টিটু, ইব্রাহিম মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার দরিদ্র মানুষের আত্মকর্মসংস্থানের জন্য নানা উদ্যোগ নিয়েছে। সরকার পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে বিশ্বাসী। গ্রামের অসহায় মানুষদের স্বাবলম্বী করতে রিকশা, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।