ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় স্বামী-স্ত্রীসহ ৭ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
নেত্রকোনায় স্বামী-স্ত্রীসহ ৭ মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় স্বামী-স্ত্রীসহ ৭ মাদক ব্যবসায়ী আটক-ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নেত্রকোনায় স্বামী-স্ত্রীসহ সাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে শহরের মঈনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এরা হলেন-মেহেদী হাসান (২৮) তার স্ত্রী ইয়াসমিন (২২), সোহাগ মিয়া (২০), টিটু মিয়া (২০), পারুল আক্তার (৪২), শান্ত মিয়া (২৫) ও টিপু সুলতান (৫০)।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলানিউজে জানান, শহরে নামকরা মাদক ব্যবসায়ী মেহেদীকে আটক করা হয়েছে। আশা করা যাচ্ছে এর সূত্র ধরে আরও অনেক মাদক উদ্ধার এবং ব্যবসায়ীদের আটক করা সম্ভব হবে।

মেহেদীর নামে ইতোপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রয়েছে। এবারও মেহেদীসহ প্রত্যেক আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।