ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে ঢাকায় অলোক শর্মা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে ঢাকায় অলোক শর্মা

ঢাকা: তিন দিনের সফরে এসেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র এবং কমনওয়েলথ দফতরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক মন্ত্রী অলোক শর্মা। বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে অলোক শর্মা ঢাকায় আসেন।

দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী ও জোরদার করতে তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে তার পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে।

এছাড়াও তিনি বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন।

অলোক শর্মা ভারতে জন্মগ্রহণকারী ব্রিটিশ রাজনীতিক। গত বছরের ১১ জুলাই তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মের মন্ত্রিসভায় পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পান।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭/আপডেট ২০১২ ঘণ্টা
কেজেড/আইএ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।