গত ২৮ ফেব্রুয়ারি তার নতুন এই নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
আগামী রোববার (৫ মার্চ) নতুন পদে জিয়াউল আহসান দায়িত্ব নেবেন বলে বাংলানিউজকে নিশ্চিত করেছে দায়িত্বশীল সূত্র।
এনএসআইয়ে দায়িত্ব গ্রহণের আগে কর্নেল পদে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জিয়াউল আহসান।
দীর্ঘদিন এই এলিট ফোর্স-এ দায়িত্ব পালন করেন তিনি। অতিরিক্ত মহাপরিচালক হিসেবে পদোন্নতির আগে তিনি এই ফোর্সের ইন্টলিজেন্স উইংয়ের পরিচালক ছিলেন।
বাংলাদেশ সময় ১৯২৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এমএমকে/জেএম