নিহত শামীম চাঁদপুর সদর উপজেলার রগুনাথপুর গ্রামের আমির আলী ছেলে।
বৃহস্পতিবার (০২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে তার ওপর ইট পড়ে গুরুতর আহত হয়।
নিহত শামীমের চাচা মো. হানিফ বাংলানিউজকে বলেন, বিকেলে কামরাঙ্গীরচরে বিদ্যুৎ অফিস গলিতে শামীম তার বন্ধুদের সঙ্গে খেলছিলো। এ সময় পাশের একটি ভবনের ছাদ থেকে বেশ কয়েকটি ইট পড়ে শামীম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।
নিহত শামীম কামরাঙ্গীরচরে বিদ্যুৎ অফিস গলির একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এজেডএস/এসআরএস/টিআই