ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে ভবনের ছাদ থেকে ইট পড়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
কামরাঙ্গীরচরে ভবনের ছাদ থেকে ইট পড়ে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ভবনের ছাদ থেকে ইট পড়ে মো. শামীম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শামীম চাঁদপুর সদর উপজেলার রগুনাথপুর গ্রামের আমির আলী ছেলে।

বৃহস্পতিবার (০২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে তার ওপর ইট পড়ে গুরুতর আহত হয়।

পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

নিহত শামীমের চাচা মো. হানিফ বাংলানিউজকে বলেন, বিকেলে কামরাঙ্গীরচরে বিদ্যুৎ অফিস গলিতে শামীম তার বন্ধুদের সঙ্গে খেলছিলো। এ সময় পাশের একটি ভবনের ছাদ থেকে বেশ কয়েকটি ইট পড়ে শামীম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।

নিহত শামীম কামরাঙ্গীরচরে বিদ্যুৎ অফিস গলির একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এজেডএস/এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।