ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আইসিসিবি’তে জমে উঠেছে পোল্ট্রিমেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
আইসিসিবি’তে জমে উঠেছে পোল্ট্রিমেলা আইসিসিবি’তে জমে উঠেছে পোল্ট্রিমেলা-ছবি-বাংলানিউজ

ঢাকা: দেশি-বিদেশি বিভিন্ন পোল্ট্রি পণ্য নিয়ে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরাতে (আইসিসিবি) জমে উঠেছে আন্তর্জাতিক পোল্ট্রি মেলা।

বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। এরপর দর্শনার্থীদের জন্য মেলার প্রবেশদ্বার খুলে দেওয়া হয়।

দেশি-বিদেশি ৪৯০টি স্টলে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন পোল্ট্রি পণ্য। পোল্ট্রি শিল্পকে আরো একধাপ এগিয়ে নিতে এই মেলার আয়োজন করেছে বিশ্ব পোল্ট্রি অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা।  

দর্শনার্থীরা জানান, পোল্ট্রি বিষয়ে পরিষ্কার ধারণা নিতে এই মেলার বিকল্প নেই।

মেলাতে ১৩৬টি পোল্টি পণ্য নিয়ে এসেছে অপসোনিন অ্যাগ্রোভেট ডিভিশন। প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ম্যানেজার আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমাদের প্রত্যেকটা পণ্যই অনেক কার্যকরী। যেমন, রিভিট ইএস মুরগির ভিটামিন ই ও সেলোনিয়ার অভাব পূরণ করে।

আল-মদিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড নিয়ে এসেছে ১শ’টির বেশি পোল্ট্রি পণ্য। আল মদিনার বাণিজ্যিক ম্যানেজার ডা. মো. ইলিয়াস হোসেন বলেন, আমরা পোল্ট্রির ভিটামিন পণ্য নিয়ে কাজ করি। যেমন হাইভিট বিসি পাউডার, ভিটামিন বি১, বি২, বি৬, বি১২ ইত্যাদি।

ফার্মা অ্যান্ড ফার্ম এই মেলাতে এনেছে ১৩০টি পোল্ট্রি পণ্য। কোম্পানির জাতীয় সেলস ম্যানেজার মিজানুর রহমান বলেন, পোল্ট্রি মুরগির জীবন চক্রের প্রথমদিন থেকে শুরু করে শেষদিন পর্যন্ত যা যা ওষুধ বা ভিটামিন প্রয়োজন আমাদের ফার্মা সব সরবারহ করে।  

অন্যদিকে স্কয়ার ফার্মা নিয়ে এসেছে ১২০টি ব্র্যান্ডের ১৯০টি পোল্ট্রি পণ্য।

এছাড়াও পোল্ট্রি সহায়ক সরঞ্জামাদি মেলায় প্রদর্শিত হচ্ছে।

মেলায় দর্শনার্থী আব্দুল মালেক বাংলানিউজকে বলেন, বিভিন্ন তথ্য নিতে মেলায় এসেছিলাম। এখানে এসে অনেক কিছু জানলাম।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসটি/আরআর/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।