বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।
বিশ্ববিদ্যালয়ের শিল্প ও সাহিত্য বিষয়ক সাময়িকী ‘নিরিখ’র উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাচীন ও মধ্যযুগ পেরিয়ে আধুনিককালে বাঙালি জাতির বুদ্ধিবৃত্তিক বিকাশের পাশাপাশি বাংলা সাহিত্য নানা প্রপঞ্চের সঙ্গে জড়িত হয়েছে। আজ বাঙালি জাতি, বাংলা ভাষাভাষী মানুষ ছড়িয়ে পড়েছে পৃথিবীর নানা প্রান্তে।
বক্তারা আরও বলেন, বৈচিত্র্যপূর্ণ জীবনযাত্রা ও নানামুখী সংযোগের কারণে বাংলার সাহিত্য জগত পেয়েছে বহুমাত্রিকতা। সামগ্রিক বিবেচনায় বাঙালির যাবতীয় সাহিত্য সম্ভারকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ এবং পাশাপাশি বাংলা জনপদের অন্যান্য ভাষার সাহিত্যের সঙ্গে একে মিলিয়ে দেখার সুযোগ করে দিয়েছে এই সম্মেলন।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরিফা সালোয়া ডিনার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সম্মেলনের সচিব রাবির ফোকলোর বিভাগের অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান। সভাপতিত্ব করেন রাবির বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে সম্মেলনে আগত অতিথিরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সম্মেলনের প্রথম দিনে ৭টি অধিবেশনে কথাসাহিত্য, কবিতা ও নাটক, ইংরেজি, উর্দু ও হিন্দি সাহিত্য, অনুবাদ সাহিত্য এবং প্রাগাধুনিক বিষয়ে ২২টি প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। দ্বিতীয় দিনে ৬টি অধিবেশনে ২৫টি প্রবন্ধ উপস্থাপিত হবে। বাংলাদেশ ও ভারত থেকে শতাধিক কবি-সাহিত্যিক, ভাষাবিদ ও গবেষক এই সাহিত্য সম্মেলনে অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৭
আরএ