ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বেলারুশের পররাষ্ট্রমন্ত্রীকে মাহমুদ আলীর শুভেচ্ছা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
বেলারুশের পররাষ্ট্রমন্ত্রীকে মাহমুদ আলীর শুভেচ্ছা

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি’কে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (০২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুই দেশের সম্পর্ককে আরও গতিশীল করতে তিনি কূটনৈতিক সম্পর্কের ২৫তম বার্ষিকী উপলক্ষে এ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

যাতে মাহমুদ আলী দেশটির সরকার ও জনগণের প্রতি শুভেচ্ছা জানান। তিনি ব্যক্তিগতভাবে বেলারুশ পররাষ্ট্রমন্ত্রীকেও অভিনন্দন জানান।

মাহমুদ আলী অঞ্চলিক ও বহুপাক্ষিক ইস্যুতে দুই দেশের সম্পর্ক আগামীতে আরও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ ও বেলারুশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। দুই দেশের জনগণের উন্নয়ন ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গতিশীলতা বাড়াতে দেশ দুটি বদ্ধপরিকর।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
কেজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।