ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ভেল্কিবাজির নির্বাচন মানুষ মেনে নেবে না  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
ভেল্কিবাজির নির্বাচন মানুষ মেনে নেবে না   আলোচনা সভায় আ স ম আবদুর রব-ছবি-বাংলানিউজ

ঢাকা: দেশে আবারও ভেল্কিবাজির নির্বাচন হলে মানুষ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজত‍ান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে দলটির জাতীয় উদযাপন কমিটি আয়োজিত পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আবদুর রব বলেন, ‘আগামী নির্বাচনে মানুষ যদি ভোট না দিতে পারে তাহলে প্রধানমন্ত্রীও জনগণের হাত থেকে রক্ষা পাবেন না।

গত নির্বাচনের মতো ভেল্কিবাজির নির্বাচন আর এই দেশের মানুষ মেনে নেবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে জাতীয় সংসদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ স্থাপন করে নির্বাচন সহায়ক সরকার গঠন করতে হবে। ’

তিনি বলেন, দেশ থেকে ২ মার্চের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। যারা এই অপচেষ্টা করছেন তাদের ইতিহাস কোনো দিন ক্ষমা করবে না।

‘পাক হানাদার বাহিনীর গুলি উপেক্ষা করে দেশের জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু আজ আমাদের এই কর্মকাণ্ড ইতিহাস থেকে মুছে ফেলা হচ্ছে’- যোগ করেন আবদুর রব।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন-কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭ 
এমএ/আরআর/টিআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।