বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে দলটির জাতীয় উদযাপন কমিটি আয়োজিত পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আবদুর রব বলেন, ‘আগামী নির্বাচনে মানুষ যদি ভোট না দিতে পারে তাহলে প্রধানমন্ত্রীও জনগণের হাত থেকে রক্ষা পাবেন না।
তিনি বলেন, দেশ থেকে ২ মার্চের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। যারা এই অপচেষ্টা করছেন তাদের ইতিহাস কোনো দিন ক্ষমা করবে না।
‘পাক হানাদার বাহিনীর গুলি উপেক্ষা করে দেশের জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু আজ আমাদের এই কর্মকাণ্ড ইতিহাস থেকে মুছে ফেলা হচ্ছে’- যোগ করেন আবদুর রব।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন-কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এমএ/আরআর/টিআই