ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জেএমবির সামরিক প্রধান নিহতের ঘটনায় দুই মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
জেএমবির সামরিক প্রধান নিহতের ঘটনায় দুই মামলা

বগুড়া: বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির সামরিক শাখার উত্তরাঞ্চলীয় কমাণ্ডার আলামিন ওরফে আমিনুল ইসলাম ওরফে রনি নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (০২মার্চ) বগুড়ার শেরপুর থানায় অস্ত্র আইন ও পুলিশের কাজে বাধা দেওয়ায় উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদি হয়ে মামলা দুটি দায়ের করেন।

 
মামলায় নিহত জেএমবির সামরিক শাখার উত্তরাঞ্চলীয় কমান্ডার আলামিন ওরফে আমিনুল ইসলাম ওরফে রনিসহ অজ্ঞাত কয়েকজন ব্যক্তিকে আসামি করা হয়েছে।

 
সন্ধ্যা সাড়ে ৭টায় শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 
তিনি বলেন, থানায় দায়েরকৃত মামলা দু’টি উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম তদন্ত করবেন। এরমধ্যে অস্ত্র আইনে দায়েরকৃত মামলা নং ০৩ ও অপর মামলা নং ০২।


এর আগে বুধবার (০১ মার্চ) দিবাগত রাত ৩টায় উপজেলার সীমান্তবর্তী ভবানীপুর ইউনিয়নের জামনগর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির সামরিক শাখার উত্তরাঞ্চলীয় কমাণ্ডার আলামিন ওরফে আমিনুল ইসলাম ওরফে রনি (২৩) নিহত হন।


এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।   নিহত আলামিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বুজরুক রাজারামপুর গ্রামের দুরুল হকের ছেলে।

**জেএমবির উত্তরাঞ্চলের সামরিক প্রধান ‘বন্দুকযুদ্ধে’ নিহত


বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এমবিএইচ/বিএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।