বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
বরখাস্তকৃতরা হলো ইঞ্জিনের চালক (এল এম) মাসুম আকতার ও সহকারী চালক (এ এল এম) মনসুর আলম।
পার্বতীপুরে রেলওয়ে লোকোসেডের এসএসএই ইনচার্জ আব্দুল মতিন বাংলানিউজকে জানান, আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ২ চালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এর আগে ওই ঘটনায় লালমনিরহাট রেলওয়ে বিভাগ থেকে রেলওয়ে সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট সাজ্জাদ হোসেনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার তথ্য প্রমাণ পাওয়ায় চালকদের সাময়িক বরখাস্তের সুপারিশ করে। পরে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটে পার্বতীপুর রেল জংশনের এমএল-১২ পয়েন্টে দিনাজপুর-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি এমটি পার্বতীপুর রেলওয়ে জংশনে ঢোকার সময় ট্রেনের ৬৫২৪ নং ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। ফলে পার্বতীপুর-দিনাজপুর ও পার্বতীপুর-সৈয়দপুর রেলপথে সৈয়দপুর থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেন ও চিলাহাটি-খুলনার মধ্যে চলাচলকারী রকেট মেইল ট্রেন এবং পার্বতীপুর-পঞ্চগড়ের মধ্যে চলাচলকারী কাঞ্চন এক্সপ্রেস স্টেশন ছাড়তে তিন ঘণ্টা দেরি হয়।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৭
আরএ