ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মালিককে মারধর করে দোকানের সামনে দেয়াল নির্মাণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
মালিককে মারধর করে দোকানের সামনে দেয়াল নির্মাণ মালিককে মারধর করে দোকানের সামনে দেয়াল নির্মাণ-ছবি-বাংলানিউজ

খুলনা: খুলনায় এক দোকান মালিককে মারধর করে দোকানের সামনে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে।

মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডন ও তার লোকজনের সহযোগিতায় দেয়াল নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই দোকান মালিক মিরাজুল ইসলাম মিরাজ।

এ ঘটনায় তাকে মারপিটেরও অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে মহানগরীর সাত রাস্তা মোড়ে এ মারপিটের ঘটনা ঘটে।

দোকান ও জমির মালিক মিরাজুল ইসলাম মিরাজ বাংলানিউজকে বলেন, আমার জমিতে দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছিলাম। পাশের জমির মালিক সমরেশ সাহা স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পুলিশের সহযোগিতায় আমার দোকানের সামনে দেয়াল তুলে দিয়েছে।

তিনি বলেন, যেখানে দেয়াল তোলা হয়েছে সেটা আমার জমি। এরপরও তারা দেয়াল তুলে দিয়েছে। এ সময় পুলিশের সামনে আমার গায়ে হাত ত‍ুলেছে ডনের লোকজন।  

এ বিষয়ে সমরেশ বাংলানিউজকে বলেন, আমার জায়গায় কাজ চলছে। মিরাজের সঙ্গে আমার কিছুই হয়নি।

অভিযোগ অস্বীকার করে মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডন বাংলানিউজকে বলেন, মিরাজের সঙ্গে কিছু হয়নি। ওই দেয়াল সমরেশ বাবুর। তার জায়গা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কর্মকর্তাদের সামনে দেয়াল নির্মাণ করা হয়েছে।

পুলিশের উপস্থিতিতে দেয়াল তুলে দেওয়ার ঘটনা প্রসঙ্গে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, গণ্ডগোল দেখে পুলিশ সেখানে যায়।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এমআরএম/আরআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।