ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ম‍াদক দ্রব্যসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
সিলেটে ম‍াদক দ্রব্যসহ যুবক আটক সিলেটে ম‍াদক দ্রব্যসহ যুবক আটক

সিলেট: সিলেটে মাদক দ্রব্যসহ কামরান হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর থেকে তাকে আটক কর‍া হয়। আটক কামরান সুনামগঞ্জের ছাতক উপজেলার আইয়ুব আলীর ছেলে।

সিলেট জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বাংলানিউজকে বলেন, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ফতেহপুরে অভিযান চালিয়ে কামরানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২শ’ বোতল মদ ও নগদ ১ লাখ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এনইউ/আরআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।