বৃহস্পতিবার (০২ মার্চ) সন্ধ্যায় তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। সুবল সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের গৃধর চন্দ্রের ছেলে।
পুলিশ সুপার (এসপি) মাসরুকুর রহমান খালিদ বাংলানিউজকে জানান, লিটন কিলিং মিশনের খুনি গ্রেফতার মেহেদী হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে সুবলকে গ্রেফতার করা হয়। সুবল কাদের খাঁনের সোর্স হিসেবে কাজ করতেন।
পিত্তথলি অপারেশনের জন্য সুবল রংপুরে সেবা ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। তাকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছিল। চিকিৎসা শেষে রিলিজ হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। এরপর সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, ১৪ ফেব্রুয়ারি অপারেশনের জন্য সুবল রংপুরের সেবা ক্লিনিকে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রংপুরের ওই ক্লিনিকে ১৯ ফেব্রুয়ারি থেকে তাকে নজরবন্দি করে রাখে পুলিশ।
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
আরবি/