ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় যুদ্ধাপরাধী মামলার ৫ আসামি গ্রেফতার

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
খুলনায় যুদ্ধাপরাধী মামলার ৫ আসামি গ্রেফতার খুলনায় গ্রেফতার হওয়া যুদ্ধাপরাধ মামলার ৫ আসামি। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় যুদ্ধাপরাধী মামলার ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যার পর জেলার বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলেন- গাওঘরা গ্রামের মৃত আফসার আলী শেখের ছেলে আশরাফ শেখ, চরখালি মাছালিয়া গ্রামের মৃত এমদাদ আলী হাওলাদারের ছেলে আমজাদ হোসেন হাওলাদার, সুন্দরমহল গ্রামের মৃত হাসান শেখের ছেলে আতিয়ার শেখ, কিসমত লক্ষ্মীখোলা গ্রামের মৃত রহমতউল্লাহ’র ছেলে মোতাচ্ছিন বিল্লাহ ও বিরেট গ্রামের মৃত দবিরউদ্দিন গোলদারের ছেলে কামালউদ্দিন গোলদার।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এনামুল হক রাত সাড়ে ১০টায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



তিনি জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার ৫ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জানা যায় এরা যুদ্ধাপরাধী মামলার আসামি।

বাংলাদেশ সময়:  ১১১৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
এমআরএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।