শুক্রবার (০৩ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বড়হর ইউনিয়নের পুর্ব দেলুয়া গ্রামের গঞ্জের আলীর ছেলে ভ্যান চালক সাইফুল (৩০) ও একই গ্রামের বাসিন্দা আকাশ কুমার (১৮)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, সকালে পূর্ব দেলুয়া থেকে উল্লাপাড়াগামী যাত্রীবাহী ভ্যানটি শ্রীকোলা মোড়ে এলে এক্সেল ভেঙে রাস্তার পাশে দাঁড়িয়ে যায়। এসময় শাহজাদপুরগামী একটি পাথর বোঝাই ট্রাক অপর একটি যানবাহনকে অতিক্রম করতে গিয়ে যাত্রীসহ দাঁড়ানো ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক সাইফুল ও যাত্রী আকাশ মারা যান। এতে আহত হন আরও দুই ভ্যান যাত্রী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭, আপডেট: ১০৪৫ ঘণ্টা
আরবি/এসএইচ