বৃহস্পতিবার (০২ মার্চ) রাতে শহরের বাগবাড়ীর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার কাছ থেকে যে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে সেটি কিছুদিন আগে ঢাকার জিগাতলা বাসস্ট্যান্ড থেকে চুরি হয়।
গ্রেফতার বাচ্চু লক্ষ্মীপুর রামগতি উপজেলার বড়খেরী গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের বাগবাড়ীর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে চোরাইকৃত মোটরসাইকেলসহ বাচ্চুকে গ্রেফতার করা হয়।
বাচ্চুর বিরুদ্ধে রামগতি থানায় পৃথক দু’টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
আরবি/বিএস