শুক্রবার (০৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় সাভারের সিআরপিতে প্রধান অতিথি হিসেবে বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক ড. হারুনুর রশিদ দিবসটির কর্মসূচির উদ্বোধন করেন।
সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্যে হারুনুর রশিদ বলেন, ভ্যালেরি মানুষের জন্য কাজ করেন, বাংলাদেশের জন্য কাজ করেন।
তিনি দু’টি বিষয় জনগণের কাছ আহবান জানান। আর তা হলো- মানুষ যেন তাদের যাকাতের টাকার একটা অংশ সিআরপিতে দান করেন এবং সমাজের ধনী শ্রেণির লোকেরা যেন তাদের আয়করের একটা অংশ সিআরপিতে ব্যয় করেন। যা পরবর্তীতে সরকার তাদের মোট আয়করের সঙ্গে সমন্বয় করে।
দিবসটি ঘিরে সিআরপিতে নানা কর্মসূচির মধ্যে রয়েছে- সিআরপি সেবা কার্যক্রমের বর্ণনা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী, প্রতিবন্ধীদের খেলাধুলা ও তাদের বিভিন্ন ধরেন হস্তশিল্পের প্রদর্শন এবং বিক্রির ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের বিনোদন কার্যক্রম।
মেলায় সিআরপির নিজস্ব সেবা ও তথ্য সংবলিত বিভন্ন স্টল থেকে দর্শনার্থীরা সিআরপির সেবা সম্পর্কে ধারণা নিতে পারবেন। এদের মধ্যে ফিজিও থেরাপি, অকোপেশনাল থেরাপিসহ থাকবে মেডিকেল সার্ভিসেস উইং আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
এছাড়া বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকানের পাশাপাশি রয়েছে চরকি, নাগরদোলায় চড়ার সুযোগ। মেলায় আগত দর্শনাথীদের জন্য রয়েছে ১০০ টাকার বিনিময়ে ২০ মিনিট ছিপ দিয়ে মাছ ধরার ব্যবস্থা। উৎসুক জনতা ও মৎস্য প্রেমীরা সুযোগটা কাজে লাগাচ্ছেন।
অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ড. ভ্যালেরি টেইলর, নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম, সিআরপির রোগী, শিক্ষার্থী, শিক্ষক, সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
দিনের দ্বিতীয় পর্যায়ে কুইন্স বিশ্ববিদ্যালয়ের অধীনে এহেড প্রজেক্টের উদ্যোগে পুতুল নাচের মধ্যদিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ২০টি আকর্ষণীয় পুরষ্কার সংবলিত র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
টিআই