ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে স্কুল বিতর্ক ও দাবা প্রতিযোগিতার উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
গোপালগঞ্জে স্কুল বিতর্ক ও দাবা প্রতিযোগিতার উদ্বোধন গোপালগঞ্জে স্কুল বিতর্ক ও দাবা প্রতিযোগিতার উদ্বোধন-ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে স্কুল বিতর্ক ও দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০৩ মার্চ) দুপুরে গোপালগঞ্জ সুইমিং পুল ও জিমনেসিয়াম কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) মহা-পরিচালক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি বেনজীর আহমেদ।

সাবেক দুই সংসদ সদস্য (এমপি) আক্তার উদ্দিন মিয়া ও অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ স্কুল দাবা এবং প্রয়াত ছাত্রলীগ নেতা শহিদুল হক চুন্নু স্কুল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে গোপালগঞ্জ সোস্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

জেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে র‌্যাবের মহা পরিচালক বেনজীর আহমেদ বলেন, আগামী দিনে দাবা খেলায় আন্তর্জাতিক পর্যায়ে যাতে তোমরা ভূমিকা রাখতে পারো, তার জন্য প্রস্তুতি নিতে হবে। গোপালগঞ্জে স্কুল বিতর্ক ও দাবা প্রতিযোগিতার উদ্বোধন-ছবি: বাংলানিউজতিনি আরো বলেন, দাবা খেলা হলো বুদ্ধির খেলা। বুদ্ধির খেলায় বাঙালিরা সব সময় এগিয়ে। তাই শিশুদের ভালো করে প্রশিক্ষণ নেবার ওপর গুরুত্ব দেন তিনি।

গোপালগঞ্জ সোস্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, পৌর মেয়র কাজী লেয়াকত আলি ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।