দেশে দলিত জনগোষ্ঠীর সংখ্যা ১ কোটি-ছবি: শাকিল
ঢাকা: দেশে বর্তমানে এক কোটি দলিত জনগোষ্ঠীর মানুষ রয়েছেন বলে জানিয়েছে দলিত সম্প্রদায়ের কল্যাণে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অভিযান’।
শুক্রবার (০৩ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে অভিযান আয়োজিত ‘ছাত্র-যুব’ শীর্ষক সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির সাধারণ সম্পাদক বনানী বিশ্বাস বলেন, বাহির থেকে কোনো সম্প্রদায়ের মুক্তি কেউ এনে দিতে পারে না।
বিপদগ্রস্ত জাতির দায়, তার যুব সমাজের ওপরই বর্তায়। তাই কোনো সম্প্রদায়ের মুক্তি চাইলে নিজেদের কাজ করতে হবে। সারাদেশের দলিত সম্প্রদায়কে একত্রিত করাই আমাদের লক্ষ্য।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির সভাপতি ভীম্পাল্লী ডেভিড রাজু, সমাজকর্মী মোয়াজ্জেম হোসেন আলমগীর প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
ইউএম/ওএইচ/টিআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।