ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সান্তালী বর্ণমালায় পুস্তক প্রণয়নের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
সান্তালী বর্ণমালায় পুস্তক প্রণয়নের দাবি সংবাদ সম্মেলেনে আদিবাসী মুক্তি মোর্চা/‍ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আদিবাসী সান্তাল শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রমে মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়নের ক্ষেত্রে সান্তালী বর্ণমালা ব্যবহারের দাবিতে সংবাদ সম্মেলেন করেছে আদিবাসী মুক্তি মোর্চা।

শুক্রবার (০৩ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আদিবাসী মোর্চার সভাপতি যোগেন্দ্রনাথ সরেন, নির্মল রোজারিও, অ্যাডভোকেট নরেন্দ্রনাথ টুডু প্রমুখ।

বক্তারা সান্তালী ভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষার পাঠ্যপুস্তক প্রণয়নে জরালো দাবি জানিয়ে বলেন, ভারতীয় উপমহাদেশে প্রায় ৬০ লাখেরও বেশি মানুষ এখনও সান্তালী ভাষায় কথা বলেন। গত ১৫৪ বছর ধরে এটি বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে সান্তালী ভাষায় সাহিত্য চর্চা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
ইউএম/ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।