শুক্রবার (০৩ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আদিবাসী মোর্চার সভাপতি যোগেন্দ্রনাথ সরেন, নির্মল রোজারিও, অ্যাডভোকেট নরেন্দ্রনাথ টুডু প্রমুখ।
বক্তারা সান্তালী ভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষার পাঠ্যপুস্তক প্রণয়নে জরালো দাবি জানিয়ে বলেন, ভারতীয় উপমহাদেশে প্রায় ৬০ লাখেরও বেশি মানুষ এখনও সান্তালী ভাষায় কথা বলেন। গত ১৫৪ বছর ধরে এটি বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে সান্তালী ভাষায় সাহিত্য চর্চা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
ইউএম/ওএইচ/টিআই