ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জ তাপ বিদ্যু‍ৎকেন্দ্রের ৩ ইউনিট বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
আশুগঞ্জ তাপ বিদ্যু‍ৎকেন্দ্রের ৩ ইউনিট বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের ১৩২ কেভি গ্রিড লাইনের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (০৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাতীয় গ্রিডে ৭২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

বন্ধ ইউনিটগুলো হলো ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল (সাউথ), ২২৫ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল ও ১৫০ মেগাওয়াট ক্ষমতার তিন নম্বর ইউনিট।

গ্রিড লাইনে ক্রটির কারণে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
 
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এস এম সাজ্জাদুর রহমান বাংলানিউজকে জানান, সকালে বিদ্যুৎকেন্দ্রের ১৩২ কেভি গ্রিড লাইনের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ হয়ে যায়। ক্রটির বিষয়টি নজরে আসার পর স্থানীয় প্রকৌশলীরা মেরামত শুরু করে দিয়েছেন। শেষ হতে বেশ খানিকটা সময় লাগবে।

তিনি আরো জানান, ক্রটি দেখা দেওয়ার পর বিকল্প ব্যবস্থায় অন্য একটি গ্রিড লাইন দিয়ে এরইমধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
আরবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।