শুক্রবার (০৩ মার্চ) দুপুরে শহরের দুই নম্বর রেলঘুমটি এলাকা থেকে তাকে আটক করা হয়। শহীদুল শহরের রসুলপুর এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের দুই নম্বর রেলঘুমটি এলাকায় অভিযান চালিয়ে ১৫ পুরিয়া হেরোইনসহ শহীদুলকে আটক করা হয়।
এ ঘটনায় আটক শহীদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
আরবি/