ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে আগুনে পুড়লো ৯ গবাদি পশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
রাজবাড়ীতে আগুনে পুড়লো ৯ গবাদি পশু আগুনে পোড়া গোয়ারঘর ও পুড়ে মারা যাওয়া গরু-ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: রাজবাড়ীতে একটি পশুর খামারে আগুন লেগে ৯টি গবাদি পশু পুড়ে গেছে মারা গেছে। বৃহস্পতিবার (২ মার্চ) রাতে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাঁচুরিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খামারি আরশাদ আলী বাংলানিউজকে বলেন, বাড়িতে টিন দিয়ে তিনটি গোয়ালঘর তুলে খামার করেছিলাম। খামারে দশটি গরু ও পাঁচটি ছাগল ছিলো।

প্রতিবেশীদের চিৎকারে ঘুম থেকে উঠে দেখি গোয়ালঘরের চারপাশে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে। এসময় ঝুঁকি নিয়ে একটি গোয়ালঘর থেকে ছয়টি গরু বের করি। অন্য দু’টি ঘরে থাকা চার মাসের গর্ভবতী দু’টি গাভী, দু’টি ষাঁড় ও পাঁচটি ছাগল পুড়ে মারা যায়।

এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

পরিকল্পিতভাবে কোনো দুর্বৃত্ত খামারে আগুন দিয়েছে বলে ধারণা করছেন খামারের মালিক আরশাদ।

শুক্রবার (৩ মার্চ) সকালে এ খবর পেয়ে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান হাবীব, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতর আলী সরদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।