শুক্রবার (০৩ মার্চ) দুপুরে গাইবান্ধা-বালাসি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমিন ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বাংলানিউজকে জানান, দুপুরে রিকশায় করে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিল মমিন। পথে পাকারমাথা এলাকায় এলে বিপরীতমুখী একটি ট্রাক্টর ওই রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মমিনের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এএটি/এএ