শুক্রবার (৩ মার্চ) দুপুরে গোপালগঞ্জের সাবেক দুই এমপি আক্তার উদ্দিন মিয়া ও অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ স্কুল দাবা এবং প্রয়াত ছাত্রলীগ নেতা শহিদুল হক চুন্নু স্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেসিয়াম কমপ্লেক্সের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বিশাল উন্নয়নযজ্ঞ চলছে, বিদেশের বাঘা বাঘা উন্নয়ন বিশেষজ্ঞরা সেটিকে বলছেন বাংলাদেশ ম্যাজিক।
গোপালগঞ্জ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী হারুন-অর-রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, পৌর মেয়র কাজী লেয়াকত আলী, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিযোগিতায় জেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এনটি/এএ