শুক্রবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফের বাবা দিনমজুর আবদুল মতিন বাংলানিউজকে জনান, তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে।
পরিবার নিয়ে তারা আশকোনার হাজি ক্যাম্প এলাকায় থাকে ভাড়া থাকেন।
দুপুরে বাসার সামনের রাস্তায় খেলছিল শরিফ। এসময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে শরিফ গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অটোরিকশাটি আটক করা হয়েছে বলে জানান শরিফের বাবা আবদুল মতিন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ (এএসআই) বাবুল মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এজেডএস/এএটি/এএ