শরীয়তপুর: শরীয়তপুরে ট্রাকচাপায় লিয়াকত হোসেন তালুকদার (৬১) নামে এক ব্যক্তি মারা গেছেন।
শুক্রবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। লিয়াকত শরীয়তপুর পৌরসভার পশ্চিম কাশাভোগ গ্রামের বাসিন্দা। তিনি একবছর আগে শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর নেন।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে লিয়াকত হোসেন দুপুরে শরীয়তপুর স্টেডিয়ামের সামনের মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এনটি/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।