শুক্রবার (৩ মার্চ) দুপুর ২টার দিকে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুমন আমতলী সদর ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামের হায়দার সর্দারের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে সুমন আমতলীর চৌরাস্তা থেকে দু’জন যাত্রী নিয়ে তালতলী যাচ্ছিলেন। তিনি তালতলীর ছাতনপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সুমন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বাংলানিউজকে বলেন, সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
এনটি/এসএইচ