ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
বরগুনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বরগুনা: বরগুনার আমতলী-তালতলী সড়কের তালতলী হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় সুমন সর্দার (৩৮) নামে এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মারা গেছেন।

শুক্রবার (৩ মার্চ) দুপুর ২টার দিকে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুমন আমতলী সদর ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামের হায়দার সর্দারের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে সুমন আমতলীর চৌরাস্তা থেকে দু’জন যাত্রী নিয়ে তালতলী যাচ্ছিলেন। তিনি তালতলীর ছাতনপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সুমন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বাংলানিউজকে বলেন, সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।