শুক্রবার (০৩ মার্চ) বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বকেয়া দাবিতে সমাবেশ করেন কারখানার শ্রমিকরা।
সমাবেশে যোগ দেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের নেতারা।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শামছুল হক খান বলেন, গত তিন মাস ধরে বেতন ভাতা না পেয়ে সোনিয়া অ্যান্ড সোয়েটারস লিমিটেডের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। চার শতাধিক শ্রমিক অন্য কোথাও কাজ পাচ্ছেন না, এখান থেকেও বেতন পাচ্ছেন না। অথচ এ ব্যাপারে সরকার ও বিজিএমইএ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
কারখানার শ্রমিকরা অবিলম্বে তাদের বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন। নতুবা কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বাহরানে সুলতান, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সুমাইয়া ইসলাম।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
ইউএম/জেডএস