দিবসটি উপলক্ষে শুক্রবার (০৩ মার্চ) দুপুরে শহরের সাতমাথা এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সংগঠনটি।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সাতমাথা এলাকায় এসে মানববন্ধন ও আলোচনা সভায় মিলিত হয় হয়।
সভায় বিবিসিএফ’র সভাপতি বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক এসএম ইকবাল বলেন, ১৯৬০ সালে যেখানে পৃথিবীর জনসংখ্যা ছিলো ৩০৩ দশমিক ৬ কোটি, ২০১৪ সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪১৮ কোটিতে। অব্যাহত জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ জীববৈচিত্র্য ও প্রকৃতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, উন্নত জীবন ব্যবস্থার পাশাপাশি আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। তাহলেই জীববৈচিত্র্যের অস্তিত্ব বিপন্ন থেকে রক্ষা করা সম্ভব হবে।
এ সময় সভায় আরও বক্তব্য রাখেন- সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (তীর) উপদেষ্টা টিপু সুলতান, দেব দুলাল দাস, শফি মাহামুদ, তীরের সভাপতি মিজানুর রহমান, জিয়াউর রহমান, ফজলে বারী রতন, এটিএম আহসান হাবীব তালুকদার রনজু, দেলেরা আফরোজ, কানিজ রেজা, সামস আরেফিন রাফি, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এমবিএইচ/ওএইচ/এমজেএফ