ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গুলশান হামলার অভিযোগপত্র বছরের শেষ দিকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
গুলশান হামলার অভিযোগপত্র বছরের শেষ দিকে

ঢাকা: হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা মামলার অভিযোগপত্র চলতি বছরের শেষ দিকে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

শুক্রবার (০৩ মার্চ) দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে তিনি এ কথা জানান।

মনিরুল ইসলাম বলেন, হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত ২০/২২ জনের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পেরেছে।

এর মধ্যে ১৪ জন নিহত হয়েছেন।

তিনি বলেন, হামলায় মোট জড়িত ব্যক্তির সংখ্যা ৩০ থেকে ৩৫ জন হতে পারে বলে আমাদের ধারণা। তবে সবকিছু মিলে ২০১৭ এর শেষের দিকেই এই মামলার অভিযোগপত্র জমা দেওয়া হবে।  

এদিকে, বৃহস্পতিবার (০২ মার্চ) রাতে রাজধানীর সেনপাড়া পর্বতা এলাকা থেকে নব্য জেএমবি’র কথিত আধ্যাত্মিক নেতা ও আমির মাওলানা মো. আবুল কাসেমকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার অনুমোদন দিয়েছিলেন কাসেম। তবে এই হামলায় সঙ্গে তার সম্পৃক্ততা কোন পর্যায়ের তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এসটি/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।