ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আছমা আক্তার (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় আছমার মরদেহ উদ্ধার করা হয়।

তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মামা রাসেল হোসেন জানান, আছমা কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা গ্রামের আ. আহাদের মেয়ে। একটি বেসরকারি ইউনিভার্সিটির এমবিএ’র শিক্ষার্থী ছিলো সে। পল্লবীতে ভাড়া বাসায় সে একাই থাকতো।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এজেডএস/আরআর/জেডএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।