কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া এলাকায় অটোরিকশাচাপায় নিশিতা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিশিতা নাচনাপাড়া গ্রামের নিখিল চন্দ্র হাওলাদারের মেয়ে।
স্থানীয়রা জানান, বিকেলে নিশিতা নাচনাপাড়া এলাকায় রাস্তার পাশে খেলা করছিলো। এসময় কলাপাড়া পৌরশহরগামী একটি অটোরিকশা নিশিতাকে চাপা দেয়।
এতে নিশিতা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহ নেওয়াজ বাংলানিউজকে জানান, অটোরিকশা চালক আলফুকে (৩০) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
এনটি/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।