শুক্রবার (০৩ মার্চ) উপজেলার ময়দানহাটা ইউনিয়নের দাড়িদহ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিশুকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালের দিকে স্বামী বাড়ি না থাকায় খাদিজা ঘরের দরজা বন্ধ করে তার শিশু কন্যাকে বটি দিয়ে এলোপাথারি কোপান। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে ঘরের বেড়া কেটে ও দরজা ভেঙে ওই শিশুকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু এরইমধ্যে শিশুকন্যার মা বটি দিয়ে নিজের গলাকেটে ফেলেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি শাহিদ মাহমুদ।
এদিকে নিহতের মা আবেদা বেগম বাংলানিউজকে বলেন, খাদিজা বেশ কয়েকদিন ধরে মানসিক রোগে ভুগছিলো। সে ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলো।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এমবিএইচ/আরআইএস/জেডএস